পদোন্নতির জন্য আবেদন এর নমুনা
তারিখ: ০২/১১/২০২২ খ্রিঃ
বরাবর,
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন।
মহোদয়,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি শাহরিয়ার সায়েম, সহকারী শিক্ষক, ......................... সপ্রাবি, সিংড়া, নাটোর। আমার রাজস্ব পদে প্রথম যোগদানের তারিখ-৩০/০৫/২০০০ খ্রিঃ। আমি গত ১১/১০/২০২২ খ্রিঃ তারিখের পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা মহোদয়ের ৩৮.০১.০০০০.৪০০.১২.০৩৬.২০১৮-৯৬১ নং স্মারকের আলোকে উপজেলা শিক্ষা অফিসার, সিংড়া, নাটোর মহোদয়ের ০১/১১/২০২২ খ্রিঃ তারিখের উশিঅ/সিংড়া/নাট/২০২২/৫৪৮ নং স্মারক মোতাবেক প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন করছি।
অতএব, জনাব আমাকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।
নিবেদক
(শাহরিয়ার সায়েম)
সহকারী শিক্ষক
......................... সরকারি প্রাথমিক বিদ্যালয়
সিংড়া, নাটোর
মোবাইল নং-০০০০০০০০০০০
এনআইডি নং-০০০০০০০০০০০০০০০০০
সংযুক্তি
১. বার্ষিক গোপনীয় প্রতিবেদন
২. নিয়োগ পত্রের ফটোকপি
৩. যোগদান পত্রের ফটোকপি
৪. এসএসসি পরীক্ষার সনদের ফটোকপি
৫. প্রশিক্ষণের সনদের ফটোকপি
৬. মামলা নাই মর্মে প্রত্যয়নপত্র